১৫ নভেম্বর ‘বড় ঘোষণা’ দেবেন ট্রাম্প

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২, ২০:২৮

আগামী ১৫ নভেম্বর ‘বড় ঘোষণা’ দেবেন বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই ঘোষণার বিষয়বস্তু কী হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি। গত সোমবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ওহাইওতে এক রাজনৈতিক সমাবেশে এসব কথা জানান এই রিপাবলিকান নেতা। খবর রয়টার্সের। মার্কিন সিনেটে রিপাবলিকান প্রার্থী জে ডি ভ্যান্সের প্রচারণায় আয়োজিত সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমি আগামী ১৫ নভেম্বর ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো রিসোর্ট থেকে অনেক বড় একটি ঘোষণা দেবো।


তবে মঙ্গলবারের ‘অতি গুরুত্বপূর্ণ নির্বাচন’ থেকে মানুষের মনোযোগ যেন না সরে যায়, সে জন্য ঘোষণার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান সাবেক প্রেসিডেন্ট। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে ট্রাম্প বা বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি লড়ছেন না। লড়ছে তাদের দল। নির্বাচন হবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদ এবং সিনেটের নিয়ন্ত্রণ দখলের জন্য। প্রাথমিক জরিপ বলছে, নির্বাচনে মার্কিন কংগ্রেসের দুটি চেম্বারেই জয় পেতে পারে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। নিরপেক্ষ পূর্বাভাসদাতারা বলছেন, নির্বাচনে ৪৩৫ আসনের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের প্রায় ২৫টি আসন বাড়তে পারে, যা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যথেষ্ট। তারা সিনেটের নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনীয় একটি আসনও জিতে নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রতিটি অঙ্গরাজ্যে দু’জন সিনেটর থাকেন, যারা ছয় বছরের জন্য নির্বাচিত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us