মার্কিন সংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্স ভক্তদের জন্য দুঃসংবাদ। একটি বিরল রোগ বাসা বেঁধেছে তার দেহে। গায়িকা নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে খবরটি প্রকাশ্যে এনেছেন। জানালেন, তার শরীরের ডানপাশের স্নায়ু ড্যামেজ হয়েছে। যেটার কোনও চিকিৎসা নেই!
‘প্রিন্সেস অব পপ’ খ্যাত শিল্পী শেয়ার করেছেন একটি নাচের ভিডিও। জানিয়েছেন, নাচার সময় তিনি এই রোগের ব্যথা অনুভব করেন না। যেন নাচই তার একমাত্র পথ্য!
পপ গানে বিশ্ব মাতানো এই গায়িকা লিখেছেন, ‘আমার শরীর ডান দিকের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। সৃষ্টিকর্তা ছাড়া কেউই এটা ঠিক করতে পারবে না। কখনও কখনও মস্তিষ্কে ঠিক মতো অক্সিজেন না পৌঁছলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। আক্ষরিক অর্থেই মাথা কাজ করা বন্ধ করে দেয়। স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে শরীরে বেশ কিছু অঙ্গও অসাড় হয়ে যায়।’