You have reached your daily news limit

Please log in to continue


আইএমএফের দরকারি কিন্তু অপ্রীতিকর শর্ত সরকার মানতে পারবে কি?

বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংকটের প্রধানতম কারণ রাজনৈতিক দুর্বৃত্তপনা, প্রকৃত নির্বাচনহীন অগণতান্ত্রিক শাসন, জবাবদিহিহীনতা, লুট ও পাচারবান্ধব অর্থব্যবস্থা, ব্যাংকিং খাতে প্রাতিষ্ঠানিক নৈরাজ্য, রেগুলেটরি অক্ষমতা, রাজনৈতিকভাবে ব্যাংক পরিচালনা ও অস্বচ্ছ ঋণ ব্যবস্থাপনা, ভুল মুদ্রানীতির বাস্তবায়ন, সরকারের ঘাটতি উন্নয়ন বাজেট, অপচয়ে ঠাসা সরকারি খরচের মডেল এবং সর্বোপরি ভুল জ্বালানি নীতি থেকে সৃষ্ট। হ্যাঁ, সেখানে ইউক্রেন আগ্রাসনের কিছু প্রভাব আছে, তবে বাংলাদেশ ইউক্রেন-রাশিয়া থেকে জ্বালানি আমদানি করে না বলে সেটা অবশ্যই নগণ্য। এখানে আছে বৈশ্বিক মূল্যস্ফীতির কিছু প্রভাবও। তা ছাড়া বাংলাদেশের সংকট শতভাগ আরোপিত নয়; বরং আমরা নিজেরাই চলমান ডলার-সংকটের একটা বড় অংশের নির্মাতা।

প্রশ্ন হচ্ছে, এসব সমস্যা কি শুধু আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ অর্থনৈতিক সংস্কার শর্ত মানলেই ঠিক হয়ে যাবে? একটি সার্বিক ও গুরুতর সংকট, যার অনেকগুলো রাজনৈতিক মাত্রা আছে, সেখানে রাজনৈতিক সংস্কার না করে ক্ষমতার স্বার্থে এত দিন চলতে দেওয়া লুণ্ঠন-রেন্টসিকিং-পাচার হঠাৎ বন্ধ করা যাবে কি? আইএমএফ প্রস্তাবিত শর্ত মেনে সুশাসন আনা সরকারের পক্ষে আদৌ সম্ভব কি?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন