You have reached your daily news limit

Please log in to continue


ফেরত দেওয়া হচ্ছে প্রকল্প প্রস্তাব

অর্থ সংকটে ভুগছে মন্ত্রণালয় ও বিভাগগুলো। ফলে ফেরত দেওয়া হচ্ছে প্রকল্প প্রস্তাব। ২ মাসে ফেরত দেওয়া হয়েছে ৩০টির মতো প্রকল্পঅর্থ সংকটে ভুগছে মন্ত্রণালয় ও বিভাগগুলো। ফলে ফেরত দেওয়া হচ্ছে প্রকল্প প্রস্তাব। ২ মাসে ফেরত দেওয়া হয়েছে ৩০টির মতো প্রকল্প। । মধ্যমেয়াদি বাজেট কাঠামোর (এমটিবিএফ) আওতায় বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় এসব প্রকল্প ফেরত গেছে। তবে বেশির ভাগ প্রকল্পের ক্ষেত্রে কম গুরুত্ব বিবেচনা করা হয়েছে। ফলে একদিকে যেমন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে মান নিশ্চিত হবে, অন্যদিকে অর্থ সংকট কাটানোর ক্ষেত্রে কৃচ্ছ্রসাধনের যে উদ্যোগ, সেটিও পূরণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খবর সংশ্লিষ্ট সূত্রের।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এর আগে যুগান্তরকে বলেছিলেন, এমটিবিএফ-এর অর্থ হচ্ছে-প্রতিটি মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের প্রকৃত বরাদ্দ উল্লেখ থাকবে। এর সঙ্গে পরবর্তী ৩ অর্থবছরের জন্য বরাদ্দের প্রাক্কলন দেওয়া হয়। যাতে মন্ত্রণালয়গুলো তাদের ব্যয়ের সীমা মেনে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে পারে। এটি জাতীয় সংসদে অনুমোদন পাওয়া একটি নিয়ম। এমটিবিএফ সিলিং অমান্য করা কোনোভাবেই উচিত নয়। এতে একদিকে যেমন আর্থিক শৃঙ্খলা ভঙ্গ হয়, অন্যদিকে পরিকল্পনা শৃঙ্খলাপরিপন্থি কাজ হিসাবে গণ্য হয়। ফলে আরও আর্থিক সংকট দেখা দিতে পারে। জানতে চাইলে পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ শনিবার যুগান্তরকে বলেন, ‘এখন বিশেষ সতর্ক হওয়ার প্রয়োজন আছে। ফলে প্রকল্প প্রস্তাবগুলো কঠোরভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যেগুলো এখন বাস্তবায়ন না করলেও চলে সেগুলো ফেরত দেওয়া হচ্ছে’। আগে কেন কঠোরতা ছিল না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে এমটিবিএফ সিলিং পার হলেও কিছু প্রকল্প অনুমোদন দেওয়া হতো। অর্থাৎ উন্নয়নের স্বপ্ন দেখতে গেলে কিছুটা বেশি কার্যক্রম হাতে নিতে হয়। সেই কৌশল থেকে এটা করা হতো। কিন্তু এখন আন্তর্জাতিক পরিস্থিতি অনুকূলে নয়। সেই সঙ্গে কৃচ্ছ সাধনের সরকারের নির্দেশনা আছে। সবকিছু মিলিয়ে প্রকল্প প্রস্তাব ফেরত দেওয়া হচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন