পাঠাও গাড়িতে ভাড়া নিয়ে দরদাম করা যাবে

প্রথম আলো প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ২২:০৯

দেশি রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও তাদের গাড়িসেবার ভাড়া নির্ধারণে নতুন পদ্ধতি চালু করছে। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে যাত্রীরা গন্তব্য অনুযায়ী পছন্দমতো ভাড়া প্রস্তাব করতে পারবেন। পাশাপাশি চালকও পছন্দমতো ভাড়া বলতে পারবেন। আগামীকাল মঙ্গলবার থেকে এ সুবিধা পাওয়া যাবে।


আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠাও জানিয়েছে, প্রচলিত রাইড শেয়ারিং মডেলে একজন গ্রাহক অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়ার অনুরোধ করলে প্রথমে তা চালকের কাছে যায় এবং অ্যাপের অ্যালগরিদমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভাড়া নির্ধারণ করা হয়। নতুন পদ্ধতিতে যাত্রীরা অ্যাপে দেখানো ভাড়া ছাড়াও নিজেদের পছন্দমতো ভাড়া প্রস্তাব করতে পারবেন। যাত্রীর প্রস্তাব একাধিক চালকের কাছে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। ঠিক একইভাবে চালকেরা গন্তব্যে যাওয়ার জন্য পছন্দমতো ভাড়া বলতে পারবেন। শুধু তা–ই নয়, গন্তব্য পছন্দ করতে পারবেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us