You have reached your daily news limit

Please log in to continue


বনানী থানার ওসিসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন তাবিথ আউয়ালের

রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হয়েছিলেন বিএনপি নেতা তাবিথ আউয়াল। ওই ঘটনায় আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলা নেওয়ার আবেদন করেছেন তিনি। তাতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তাবিথ মামলায় বনানী থানার ওসি নূরে আজম মিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা নেওয়ার আবেদন করেছেন। ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান তাবিথের জবানবন্দি রেকর্ড করেছেন। তবে মামলা গ্রহণ বিষয়ে আদালত কোনো আদেশ দেননি।

মামলায় অন্য যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা হলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, বনানী থানার স্বেচ্ছাসেবক লীগ নেতা আমজাদ হোসেন, মফিজুর রহমান, নাছির, মোহাম্মদ বাবু, শ্যামল, দোলন, রনি, ববি, সাগর, মামুন, ফারুক ও শফিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন