You have reached your daily news limit

Please log in to continue


প্লে অফে বার্সেলোনার মুখোমুখি ইউনাইটেড

নিয়মটি গতবার থেকে চালু করেছে উয়েফা। ইউরোপা লিগে আগে দ্বিতীয় রাউন্ডে ৩২টি দল খেলত। গতবার থেকে এই ধারা পাল্টে শেষ ষোলো নকআউট প্লে অফ পর্ব চালু করা হয়। ইউরোপা লিগের গ্রুপ পর্বের গ্রুপ রানার্সআপ আটটি দল এবং চ্যাম্পিয়নস লিগে প্রতিটি গ্রুপের তৃতীয় দল মুখোমুখি হবে এই প্লে অফ লড়াইয়ে।

এই প্লে অফে জয়ী আট দল শেষ ষোলোয় ইউরোপা লিগের আট গ্রুপ চ্যাম্পিয়নের বিপক্ষে খেলবে। উয়েফার সদর দপ্তর নিওনে আজ চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের পর ইউরোপা লিগে নকআউট প্লে অফের ড্র অনুষ্ঠিত হয়।

আসুন জেনে নিই, নকআউট প্লে অফ পর্বে কোন দল কার মুখোমুখি হচ্ছে।

নকআউট প্লে অফে কে কার মুখোমুখি:

বার্সেলোনা–ম্যানচেস্টার ইউনাইটেড

জুভেন্টাস–নঁতে

স্পোর্টিং লিসবন–মিতিউলান

শাখতার দোনেৎস্ক–রেনে

আয়াক্স–ইউনিয়ন বার্লিন

লেভারকুসেন–এএস মোনাকো

সেভিয়া:–পিএসভি

সালজবুর্গ–এএস রোমা

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন