রাজধানীর বসুন্ধরা শপিং মলে ‘মোবাইল কর্নার’ নামের একটি দোকানের বিক্রয়কর্মী অন্তর। এখন বেচাকেনা কেমন চলছে, জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘মানুষ খাবে না ফোন কিনবে? আগে দিনে যেখানে ১৫টির বেশি ফোন বিক্রি হতো, এখন সেখানে ৫টি ফোনও বিক্রি হয় না।’
বিক্রয়কর্মী অন্তর জানালেন, মোবাইল কর্নারে আগে দিনে ৮০ হাজার থেকে ১ লাখ টাকার মতো ফোন বিক্রি হতো। কিন্তু এখন তা ২০ থেকে ৩০ হাজারে নেমে গেছে।
শপিং মলটিতে থাকা মুঠোফোন বিক্রির অন্য দোকানের কর্মীরা বলেন, চলমান অর্থনৈতিক সংকটে মানুষকে অনেক কিছুর সঙ্গে আপস করে চলতে হচ্ছে। নিত্যপ্রয়োজনের তালিকায়ও চলছে কাটছাঁট। এ কারণে গত ৩ থেকে ৪ মাস ধরে মুঠোফোন বিক্রির পরিস্থিতি বেশি খারাপ।