স্নানঘরের ৫ অনুষঙ্গ

প্রথম আলো প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২২, ১৯:৫৪

রাজধানীর বাংলামোটরের বীর উত্তম সি আর দত্ত সড়কে অবস্থিত খন্দকার টাইলসের ব্যবস্থাপক খন্দকার মিনহাজ ইসলাম জানান, বাথরুমে পাঁচটি গুরুত্বপূর্ণ জিনিস হলো কমোড, বেসিন, কল, বাথটাব ও আয়না। ক্রেতারা এসব উপকরণ পছন্দ করার সময় সেগুলোর আকার ও নকশার দিকে নজর দেন বেশি। অনেকে রং নিয়েও থাকেন বিভ্রান্ত। 


কমোড


কমোড বাথরুমের প্রধান অনুষঙ্গ। তাই দোকানে কমোডের বৈচিত্র্য সবচেয়ে বেশি। আকার, নকশা ও উপকরণভেদে কমবেশি হয় কমোডের দাম। ‘বাথরুমের আকারের সঙ্গে মিল রেখে কমোডের আকার নির্বাচন করাই ভালো,’ বললেন মায়ের দোয়া টাইলস অ্যান্ড স্যানিটারির স্বত্বাধিকারী শিপু ব্যাপারী। শহুরে বাড়িতে ওয়েস্টার্ন ধাঁচের কমোডের চাহিদা বেশি। এ ধরনের কমোডগুলো মেঝের সঙ্গে সেট করা যায়। বাজারে সাদা আর ধূসর রঙের কমোডই বেশি। তবে কালো, লাল, খয়েরিসহ ভিন্ন কয়েকটি রঙেও কমোড পাওয়া যায়। দেশের পাশাপাশি ভারত, নরওয়ে, ইতালি, তুরস্কসহ ইউরোপের আরও কয়েকটি দেশ থেকে মার্বেল ও গ্রানাইটের কমোড আমদানি করা হয়, যা বাথরুমের চেহারাকে দিতে পারে অভিজাত লুক।


বেসিন


স্নানঘরের আরেকটি জরুরি উপকরণ বেসিন। স্নানঘরের অন্য উপকরণের চেয়ে বেসিনের ব্যবহারই সবচেয়ে বেশি হয়ে থাকে। তাই বেসিন রাখা উচিত দরজার কাছাকাছি। জায়গা বাঁচাতে অনেকে বেসিনের নিচের অংশে ক্যাবিনেট তৈরি করান। ডাইনিং টেবিলের পাশের বেসিন হলে এই ক্যাবিনেটে থালাবাটি রাখা যায় আর স্নানঘরের বেসিন হলে নিচের ক্যাবিনেটে রাখা যায় তোয়ালে, ক্লিনার, সাবান, টিস্যু ও টয়লেট্রিজের জিনিসপত্র।


কল


বেসিনের কলগুলো খুব বেশি গতির না হওয়াই ভালো। না হলে কল ছাড়ার পরপরই ভিজে কাপড় নষ্ট হওয়ার ভয় থাকে। বেসিনের কল অনেক বেশি লম্বা হওয়াও ভালো নয়। সামনের দিকে বাঁকিয়ে নিচে নেমে যাওয়া কলগুলোই এখন চলতি ধারায় আছে। বড় বেসিনের সঙ্গে ছোট পানির কল দেখতে খারাপ লাগবে। একইভাবে ছোট বেসিনের সঙ্গে বড় কলও বেমানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us