কুমিল্লায় আ.লীগের সম্মেলনে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

সমকাল প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২, ১৪:০৭

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন চলাকালে ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।শনিবার দুপুর ১২টার দিকে নগরের টাউন হল মাঠের সামনে এ ঘটনা ঘটে। 


প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা সাড়ে ১১টায় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে মঞ্চ উঠে পৌনে ১২টার দিকে উদ্বোধনী বক্তব্য শুরু করেন। এ সময় সংরক্ষিত নারী আসনের এমপি ও মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আঞ্জুম সুলতানা সীমা দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে চেষ্টা করেন। কিন্ত এমপি সীমাসহ ৮ জনকে ভেতরে প্রবেশ করতে বলায় বিপত্তি বাধে। 


এ সময় তারা কিছু সময় গেটে বিক্ষোভ করে এবং পরে তাঁরা ফিরে যাওয়ার সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরন ঘটে। 


পরে এমপি বাহার ও সীমা সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফারণ ও বোতল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


এ সময় হেমলেট পড়া কয়েকজন যুবক দৈনিক সমকালের ফটোসাংবাদিক এন কে রিপনের ক্যামেরা ছিনিয়ে নেয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us