৫০ ধরনের ক্যানসার ধরা পড়বে এক টেস্টেই!

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২২, ১৩:৩২

ক্যানসার এক প্রাঘাতী ব্যাধি। প্রাথমিক অবস্থায় ক্যানসার শনাক্ত হলে রোগী সম্পূর্ণ সুস্থ হতে পারেন, তবে দেরি হয়ে গেলে মৃত্যুঝুঁকি বাড়ায় এই রোগ। যদিও এখন ক্যানসারের চিকিৎসা ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে। এবার ক্যানসার নির্ণয়ের জন্য বিশেষ এক রক্ত পরীক্ষার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। যার মাধ্যমে ৫০ ধরনের ক্যানসার শনাক্ত করা সম্ভব। এই টেস্টের নাম ‘মাল্টি ক্যানসার আর্লি ডিটেকশন টেস্ট’ বা (এমসিইডি)। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন টেস্টটি নিয়ে উৎসাহ দেখিয়েছেন। এই রক্ত পরীক্ষার মাধ্যমে ৫০ ধরনের ক্যানসার (ব্লাড টেস্ট ফর ক্যানসার) সহজে ধরা পড়বে।


এছাড়া মানুষের প্রাণও বাঁচবে সহজে। বিশেষজ্ঞদের দাবি, ক্যানসার চিকিৎসায় বিরাট অবদান রাখবেন এই এমসিইডি টেস্ট। এই কাজে সাহায্য করছে আমেরিকার সরকার। তারা ১.৮ বিলিয়ন আমেরিকান ডলার খরচ করছে এই টেস্টের জন্য। এমসিইডি কীভাবে কাজ করে? শরীরে কোষ মরে যাওয়ার পর নিজের ডিএনএ’র ছাপ রক্তে ছেড়ে যায়। এমনকি টিউমারের কোষও সেই কাজটি করে। এই টেস্ট দেখবে টিউমারের কোষের ডিএনএ’র কতটা আছে রক্তে। সেই ডিএনএ পরীক্ষা করে জানা সম্ভব তা সাধারণ কোষ না ক্যানসারাস। যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধারণা নতুন নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us