বিশ্বনাথের মেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২২, ০৯:৫০

সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান। আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে ৫ হাজার ২১১ ভোটের ব্যবধানে বিজয়ী হন।


এর আগে ১৯৮৫ সালে ও ২০০৯ সালে বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন মুহিব।


বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে তিনি জগ প্রতীকে ৮ হাজার ৪৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ পেয়েছেন ৩ হাজার ২৬৩ ভোট।


নির্বাচনে ৩ হাজার ৭০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) মুমিন খান মুন্না এবং ৩ হাজার ১৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি জালাল উদ্দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us