You have reached your daily news limit

Please log in to continue


নেত্রকোণায় রাজীব হত্যা: ‘সাড়ে চার হাজার টাকায় খুনি ভাড়া’

‘মাদক ব্যবসায়ের বিরোধিতা করায়’ সাড়ে চার হাজার টাকার ভাড়াটে খুনি দিয়ে নেত্রকোণায় মোটরসাইকেল চালক রেজাউল করিম রাজীবকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন-পিবিআই কার্যালয়ে মঙ্গলবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এক আসামি নেত্রকোণা বিচারিক হাকিম আদালতে জবানবন্দি দেন।

নিহত রাজীব (২২) নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার দেওথান এলাকার বাচ্চু মিয়ার ছেলে। ভাড়ায় মটরসাইকেল চালাতেন তিনি।

রাতে জেলা পিবিআই কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির সাংবাদিকদের বলেন, গত বছরের ৫মে রাত ১০টার দিকে মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী নিয়ে মোহনগঞ্জ থেকে আদর্শনগরের উদ্দেশ্যে রওনা হন রাজীব। এরপর আর তার খোঁজ মেলেনি। ৭ মে সকাল সাড়ে ৮টার দিকে ভাটিয়া গ্রামের পুকুরপাড়ে মাটিচাপা বস্তা দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। মাটি সরিয়ে সিমেন্টের বস্তায় ভরা লাশ উদ্ধার করে মোহনগঞ্জ থানা পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন