নাগরিকত্ব পাচ্ছেন ভারতে যাওয়া সংখ্যালঘুরা

সমকাল প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২, ১৪:১০

প্রতিবেশী দেশগুলো থেকে গিয়ে গুজরাটের আনন্দ ও মেহসানা জেলায় বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ১৯৫৫-এর নাগরিকত্ব আইন অনুযায়ী তাদের নাগরিকত্ব দেওয়া হবে। গতকাল মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে প্রতিবেশী দেশগুলো থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) প্রণয়ন করে ভারত। তবে সিএএ-এর অধীনে তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে না।


সিএএ প্রণয়ন করা হলেও এর বিধি ও কাঠামো এখনও তৈরি হয়নি। এ কারণে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে ওই দুই জেলায় বসবাসরত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে। এ জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।


গণমাধ্যম জানায়, ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিষ্টানদের নাগরিকত্ব দেওয়া হবে। নাগরিকত্ব আইন-১৯৫৫-এর ধারা ৫-এর অধীনে তাদের নাগরিকত্ব দেওয়া হবে; অথবা ধারা ৬-এর অধীনে তারা পাবেন 'সার্টিফিকেট অব ন্যাচারালাইজেশন'।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us