নীল টিকের জন্য ৮ ডলার চাইছেন ইলোন মাস্ক

বণিক বার্তা প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২, ১২:১৪

শোনা গিয়েছিল, টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্টে ব্লু টিক বা নীল রঙের টিক চিহ্ন রাখার জন্য মাসিক ২০ ডলার খরচ করতে হবে। এ নিয়ে তুমুল শোরগোলের মাঝে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলোন মাস্ক জানালেন, এ চিহ্ন ব্যবহার করতে মাসে ৮ ডলার দিতে হবে। খবর বিবিসি।


৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটির নিয়ন্ত্রণ নেয়ার পর একাধিক নতুন পদক্ষেপ নিয়েছে টেসলা বস। বরখাস্ত করেছেন শীর্ষ কর্মকর্তা ও ভেঙে দিয়েছেন পরিচালনা পর্ষদ। এর মধ্যে সর্বশেষটি হলো, ভেরিফায়েড পেজের জন্য মাসিক চার্জ। তার মতে, স্প্যাম বা স্ক্যাম ঠেকানোর জন্য এ ফি খুবই দরকারি।


সাধারণত বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিত্বশীল ব্যক্তিত্বরা তাদের নামের পাশে নীল টিক ব্যবহার করে থাকেন, যা এখন পুরোপুরি বিনামূল্যে পাওয়া যায়। তবে সমালোচকরা বলছেন, নতুন নিয়মের কারণে নির্ভরযোগ্য উৎস শনাক্ত কঠিন হতে পারে।


বিশ্বের শীর্ষ ধনী মাস্ক আরো জানান, ফি দিয়ে টুইটার ব্যবহার করলে রিপ্লাই ও সার্চের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে। তারা বিজ্ঞাপনও দেখবেন অর্ধেক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us