ক্রমাগত ঋণের সুদ বৃদ্ধি পাওয়ায় চিনিকলে খরচ ও লোকসান বেড়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। মঙ্গলবার (১ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তরপর্ব অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রী জানান, সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা না পাওয়ায় ব্যাংক হতে উচ্চসুদে ঋণ নিয়ে চিনিকলগুলো পরিচালিত হচ্ছে। এতে করে ক্রমাগত ঋণের সুদ বৃদ্ধি পাওয়ায় খরচ ও লোকসান বেড়েছে। এছাড়া লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ না পাওয়ায় চিনিকলগুলোর লোকসান বাড়ছে বলে উল্লেখ করেন তিনি।