জ্বালানি সহযোগিতা বাড়াতে সৌদি আরব ও বাংলাদেশের টাস্কফোর্স গঠনে সম্মত হওয়ার কথা জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
রিয়াদে রোববার ও সোমবার দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) ১৪তম বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইআরডি জানিয়েছে, বৈঠকে জরুরি ভিত্তিতে বাণিজ্যিক এলএনজি সরবরাহ ও ইস্টার্ন রিফাইনারি ইউনিট প্রকল্পে বিনিয়োগের জন্য অনুরোধ জানায় বাংলাদেশ। তার পরিপ্রেক্ষিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে সৌদি আরব।
বৈঠকে সৌদি অ্যাকোয়া পাওয়ারের ১০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ এবং ৭৩০ মেগাওয়াট গ্যাসবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।
এতে বিভিন্ন মন্ত্রণালয়ের আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং সৌদি পক্ষের নেতৃত্ব দেন মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার আবদুল্লাহ বিন নাসের বিন মোহাম্মদ আবু থুনায়েন।