ভিনদেশি কোনো হাবিজাবি সস্তা ওয়েবসাইট বা ফেসবুক পেজ তাদের মনগড়া যা ইচ্ছা লিখতেই পারে, সেসবকে পাত্তা দেওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকট্র্যাকার নামের ওয়েবসাইটে মাশরাফির মোট সম্পদ ৫১০ কোটি টাকা বলে দেওয়া তথ্য নিয়ে ব্যাপক আলোচনা হয়। দেশের দুটি টেলিভিশনের অনলাইন পোর্টালে ওই ওয়েবসাইটের বরাত দিয়ে সংবাদও প্রকাশ করা হয়।
জানা যায়, কোনো সূত্রের উল্লেখ ছাড়াই মাশরাফির সম্পদের পরিমাণ বলা ক্রিকট্র্যাকার সাইটটি বেনামি এবং তাদের তথ্যের কোনো সূত্র উল্লেখ ছিল না।
সোমবার দিবাগত রাতে ১২টার পর মাশরাফি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন, ‘যখন আমাদের দেশের নানা ওয়েবসাইট যা ইচ্ছা তাই লিখে দেয়, তখন দুঃখ লাগে বটে! দেশের একজন মানুষকে নিয়ে লেখা হচ্ছে, আপনারা চাইলেই তো খোঁজখবর নিতে পারেন। তা না করে উল্টো তাদের উদ্ভট নিউজের সূত্র ধরে আপনারা নিউজ করছেন।’