বাংলাদেশে ঝড় তুলে ‘হাওয়া’ গেছে কলকাতায়; সেখানে সিনে উৎসবে দর্শকচাপে সিনেমটির শো বাড়ানো হয়েছে; আসন সংকটে মেঝেতে বসেও ছবিটি দেখেছেন অনেকে।
শনিবার থেকে কলকাতায় শুরু হয়েছে ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’, রবীন্দ্রসদনের নন্দনে এই উৎসবের চতুর্থ আসরে দেখানো হচ্ছে মেজবাউর রহমান সুমন নির্মিত সিনেমাটি।
আনন্দবাজার জানিয়েছে, প্রথম দিন নন্দনে শো ছিল বেলা দেড়টায়। কিন্তু বেলা সোয়া ১১টায় দর্শকের লম্বা লাইন নন্দন ছাড়িয়ে গগনেন্দ্র শিল্পপ্রদর্শনশালার সামনে গিয়ে পৌঁছায়।
সোশাল মিডিয়ায় আসা ছবি আর ভিডিওতেও নন্দনের বাইরে দীর্ঘ লাইন দেখা যায়। সিট না পেয়ে অনেকে মেঝেতে বসেও সিনেমা দেখার কথা ফেইসবুকে লিখেছেন।
আর যারা সেই সুযোগও পাননি, তারা হতাশা প্রকাশ করেছেন। দর্শকদের অনেকে সিনেমাটি হলে মুক্তি দেওয়ারও আহ্বান জানিয়েছেন।