সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানো হচ্ছে বেশি

সমকাল প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ১৮:৫৭

সঞ্চয়পত্র বিক্রি করে যে পরিমাণ টাকা আসছে, মানুষ ভাঙিয়ে ফেলছে তার চেয়ে বেশি। বিশেষ করে ডাকঘর সঞ্চয়পত্র ভাঙানোর প্রবণতা অনেক বেড়েছে। এতে করে গত সেপ্টেম্বর মাসে সঞ্চয়পত্রে সরকারের নিট বিক্রি ৭১ কোটি টাকা কম। এর মানে বিক্রির তুলনায় সঞ্চয়পত্র ভাঙানো হয়েছে। সঞ্চয়পত্র থেকে প্রথম তিন মাসে সরকারের ঋণ ৩৩১ কোটি টাকা। বেশিরভাগ জিনিসের দাম বৃদ্ধির ফলে দৈনন্দিন খরচ মেটাতে অনেকে এখন সঞ্চয় তুলে নিচ্ছেন- বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। চলতি অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে নিট ৩৫ হাজার কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


সঞ্চয় পরিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে মোট ৬ হাজার ৯৭৩ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। আসল পরিশোধ করা হয়েছে ৭ হাজার ৪৩ কোটি টাকা। ফলে নিট বিক্রি কমেছে। আগের মাস আগস্টে নিট বিক্রি মাত্র ৮ কোটি টাকা বেশি ছিল। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বেড়েছিল ৩৯৩ কোটি টাকা। সব মিলিয়ে প্রথম তিন মাসে ডাকঘর সঞ্চত্রে নিট ঋণ কমেছে ৪ হাজার ১৩৬ কোটি টাকা। পাঁচ বছরমেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে কমেছে ৫৬৩ কোটি টাকা। তবে পরিবার সঞ্চয়পত্রে ৩ হাজার ১৬৮ কোটি, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক ১ হাজার ৮৬৪ কোটি ও পেনশনার সঞ্চয়পত্রের বিক্রি ৩৬৪ কোটি টাকা বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us