হঠাৎই অভিনয়ের প্রতি প্রেম। সুযোগের খোঁজে শহরজুড়ে ছুটে চলা। একসময় টুকটাক মডেলিং করতে শুরু করেন। অর্থনৈতিক সংকটে চাকরিতেও নাম লেখান। অভিনয়ের টানে সে চাকরি ছেড়েও দেন। শুরু হয় নতুন সংগ্রাম—একদিকে অভিনয়ের সুযোগ খোঁজা, অন্যদিকে ঢাকায় টিকে থাকার সংগ্রাম। এর মধ্যেই রেদওয়ান রনির আইসক্রিম সিনেমায় অডিশন দিয়ে টিকে গেলেন। ]
সেই সিনেমা মুক্তির পরে সমালোচকদের প্রশংসা কুড়ালেও মনমতো নতুন সিনেমার গল্প পাচ্ছিলেন না। আর্থিক সংকটে থাকার পরও পছন্দের বাইরে কোনো চিত্রনাট্যে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। ক্যারিয়ারে বারবার ঝুঁকি নিয়েছিলেন বলেই হয়তো ‘আইসক্রিম’-এর নাদিম, ‘পরাণ’-এর রোমান, ‘হাওয়া’–এর ইব্রাহিম, ‘ন ডরাই’-এর সোহেল হয়ে উঠতে পেরেছেন তিনি। পাঠকেরা হয়তো বুঝে গেছেন, বলা হচ্ছিল শরীফুল রাজের কথা। চলতি বছর পরাণ, হাওয়ার পর এখন এই অভিনেতা এখন প্রশংসা পাচ্ছেন ‘দামাল’ সিনেমার মুন্না চরিত্রে।