You have reached your daily news limit

Please log in to continue


হাওরের অদেখা সংগ্রামের গল্প

শনিবার অনুষ্ঠিত হয়েছে মুহাম্মদ কাইউম নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’-র প্রিমিয়ার। রাজধানীর সীমান্ত সম্ভার ও স্টার সিনেপ্লেক্সে সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী প্রদর্শনী শুরু হয়। এ সময়ে সিনেমার কলাকুশলী, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকরা সিনেমাটি উপভোগ করেন। হাওর অঞ্চলের মানুষের জীবনযাত্রার গল্প নিয়ে মুহাম্মদ কাইউমের পরিচালনায় নির্মিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। ভাটি অঞ্চলের কৃষিজীবী মানুষের জীবন সংগ্রামের গল্প উঠে এসেছে এ সিনেমার মধ্য দিয়ে। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। কুড়া পক্ষীর শূন্যে উড়া সিনেমায় অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ।

বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে নির্মাতা কুড়া পক্ষীর শূন্যে উড়া নির্মাণ করেছেন। যেখানে বর্তমান সময়ে অন্যান্য সিনেমায় রোমান্টিসিজম কিংবা নিরবচ্ছিন্নভাবে সুবিধা ভোগ করা সমাজের মানুষের গল্প দেখান হয়, সেখানে কুড়া পক্ষীর শূন্যে উড়া সমাজের সুবিধা বঞ্চিত মানুষের গল্প দেখানো হয়েছে। টাঙ্গুয়ার হাওরের স্থানীয়দের দুর্বিষহ জীবনের চিত্র তুলে ধরা হয়েছে এতে। অতি নাটকীয়তায় এসব প্রান্তিক মানুষের জীবন উপস্থাপন না করে বরং তাদের স্বাভাবিক জীবনের ছন্দ এ সিনেমায় দেখানো হয়েছে। এসব মানুষের জীবনের আনন্দ, হাসি-কান্না সবটাই নির্মাতা পর্দায় তুলে ধরতে চেয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন