দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশের সিনেমা ‘হাওয়া’। সাধারণ দর্শক থেকে শুরু করে সিনেমা সংশ্লিষ্ট সকলের মন জয় করে নিচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি। এবার ‘হাওয়া’য় মুগ্ধ হলেন ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী।
শনিবার (২৯ অক্টোবর) থেকে শুরু হয়েছে ‘৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। নন্দনে অনুষ্ঠিত এই উৎসবের প্রথম দিনের প্রথম শো-ই চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘হাওয়া’। আর এই হাওয়ার দাপটেই আপাতত মজেছেন বঙ্গবাসী। সে তালিকায় এবার যুক্ত হলেন ‘পরিণীতা’ নির্মাতা।
গতকাল (শনিবার) নন্দনে সস্ত্রীক বাংলাদেশি ‘হাওয়া’ উপভোগ করেন রাজ। সিনেমাটি দেখে একরাশ মুগ্ধতা ঝরে পড়ে তার কণ্ঠে। নির্মাতা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “কাল নন্দন-এ চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ দেখে মুগ্ধ। অসাধারণ অভিনয়, ক্যামেরা, ডিরেকশন।”