দেশের অভ্যন্তরে দামে লাগাম টানতে আরও এক বছরের জন্য চিনি রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে ভারত।
তবে চলতি বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ রপ্তানি সীমা সরকার বেঁধে দিতে পারে বলে আশা করা হচ্ছে।
রয়টার্স জানিয়েছে, রেকর্ড পরিমাণ রপ্তানির পর দেশের ভেতরে দামে স্থিতিশীলতা আনতে অক্টোবরের শেষ নাগাদ পর্যন্ত চিনি রপ্তানি নিষিদ্ধ করেছিল সরকার। সেই সীমা টেনে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিশ্বের বৃহত্তম উৎপাদক দেশটি।