ভারতের দিল্লি বিমানবন্দরে উড্ডয়নের কয়েক সেকেন্ড আগে একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে আগুন ধরায় বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়েছে। ইন্ডিগো এয়ারলাইনসের বিমানটি শুক্রবার রাতে বেঙ্গালুরুর উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। এ ঘটনায় যাত্রীদের ধারণ করা ভিডিও সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, ইন্ডিগোর ৬ই-২১৩১ ফ্লাইটের সব যাত্রী এবং কর্মীরা নিরাপদ রয়েছেন। এয়ারবাস এ-৩২০ বিমানটিতে মোট ১৮৪ জন ছিলেন।
জানা গেছে, ঘটনাটি শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে ঘটে এবং যাত্রীদের তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়নি। যাত্রীরা রাত ১১টার পর বিমান থেকে নামেন এবং মাঝরাতের দিকে অন্য একটি বিমানে ওঠার সুযোগ পান।