বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশের একদিন আগে থেকে বিভিন্ন জেলার নেত-কর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীর ভিড়ও বাড়তে থাকে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে।
রংপুরে হবে বিএনপির চতুর্থ বিভাগীয় গণসমাবেশ। শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে শনিবার দুপুর থেকে শুরু হবে সমাবেশের মূল কার্যক্রম।
সমাবেশের আগে ডাকা পরিবহন ধর্মঘটের মধ্যে বাস না চললেও বিভিন্নভাবে দলের কর্মী-সমর্থক-নেতারা রংপুর শহরে আসতে থাকেন। প্রাথমিকভাবে নগরীর বিভিন্ন স্থানে তারা অবস্থান করেন। সন্ধ্যার দিকে সমাবেশস্থলে আসতে শুরু করেন। কয়েক ঘণ্টার মধ্যেই মাঠ পূর্ণ হয়ে যায়।
ইতোমধ্যে দলের কেন্দ্রীয় অনেক নেতা রংপুর পৌঁছে গেছেন।
শুক্রবার রাত ১০টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশস্থল পরিদর্শনে যান। তিনি মঞ্চ থেকে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান। এ সময় নেতা-কর্মীরা বিপুলভাবে তাকে স্বাগত জানান।
সমাবেশকে কেন্দ্র করে রংপুরে বন্ধ আছে বাস চলাচল। বৃহস্পতিবার সবধরনের পরিবহনের ধর্মঘট ডাকা হয়।