You have reached your daily news limit

Please log in to continue


শহীদ আসাদের সেই রক্তমাখা শার্ট হয়ে উঠেছিল গণঅভ্যুত্থানের প্রতীক বললেন, রাশেদ খান মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, শহীদ আসাদের সেই রক্তমাখা শার্ট হয়ে উঠেছিল গণঅভ্যুত্থানের প্রতীক। পাঠ্যপুস্তকে স্থান পায় না শহীদ আসাদের আত্মদান ও গণঅভ্যুত্থানের ইতিহাস। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত আসাদ থেকে গণঅভ্যুত্থান  শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ইতিহাসের ধারায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয় আজকের বাংলাদেশ। শহীদ আসাদ তাঁর জীবনদানের মধ্য দিয়ে যে ইতিহাস সৃষ্টি করেছিল, সেই ইতিহাস এদেশের শ্রমিক-কৃষক-বুদ্ধিজীবীসহ সর্বস্তরের মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছিল। কিন্তু আপসোস আজকের দিনে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ইতিহাসকে ফলাও করে প্রচারে আনা হয় না। আলোচনা সভায় অন্যান্য বক্তারা সকলেই দাবি তুলেন শহীদ আসাদ ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ইতিহাস নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করতে হবে। পাশাপাশি কমরেড রাশেদ খান মেনন নাট্যজন মামুনুর রশীদের কাছে শহীদ আসাদকে নিয়ে একটি নাটক তৈরির দাবি জানান।  ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরূল আহসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- লেখক-গবেষক ও কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, নাট্যজন মামুনুর রশীদ, পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক ও ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন