You have reached your daily news limit

Please log in to continue


নীলফামারী থেকে ছোট ছোট যানে রংপুরের পথে নেতা-কর্মীরা

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে আজ শুক্রবার সকাল থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাস ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা বাস মালিক সমিতি। এতে বেশ কিছু জেলার মালিক সমিতি সমর্থন জানালেও নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়নি। তবে তারা বাস চলাচল বন্ধ রেখেছে। এ জন্য আগামীকালের সমাবেশে যোগ দিতে নানা উপায়ে রংপুরে যাচ্ছেন নীলফামারী বিএনপির নেতা-কর্মীরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম আজ বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘বাস ধর্মঘটের আশঙ্কায় আমাদের অনেক নেতা-কর্মী বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে রংপুরে পৌঁছেছেন। এখন কার, মাইক্রোবাস, ইজিবাইক, সিএনজিসহ বিভিন্ন যানবাহনে করে নিজ উদ্যোগে রংপুরে যাচ্ছেন। নীলফামারী থেকে ১০ হাজার নেতা-কর্মী-সমর্থক যাওয়ার কথা থাকলেও মানুষের স্বতঃস্ফূর্ততায় মনে হচ্ছে, এ সংখ্যা আরও বেশি হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন