আনরিক নরকিয়ার স্টাম্প সোজা বল শাফল করে লেগ সাইডে খেলতে গিয়ে ব্যাটে লাগাতে পারলেন না সাকিব আল হাসান। বল আঘাত হানল তার প্যাডে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দিলেন আম্পায়ার। সাকিব হাঁটা দিলেন ডাগআউটের দিকে। অথচ রিভিউ নিলেই বেঁচে যেতেন তিনি! দুটি রিভিউ অটুট থাকার পরও কেন রিভিউ নেননি, সেই ব্যাখ্যা দিলেন বাংলাদেশ অধিনায়ক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বৃহস্পতিবার ২০৬ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা সেটি। নরকিয়ার আগের ওভারেই দুই ওপেনার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর বিদায়ে দল তখন চাপে। গতিময় পেসারের পরের ওভারে সাকিব এলবিডব্লিউ হন ১ রান করে।