চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আনন্দমিছিল থেকে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সংগঠনের দেড় শ নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে নগরের কোতোয়ালি থানায় মামলাটি করেন ওই থানার উপপরিদর্শক এসআই সাদ্দাম হোসেন
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদারসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ দুপুরে তাঁদের আদালতে পাঠানো হবে।