অধিগ্রহণ চুক্তি সারতে আদালতের বেঁধে দেওয়া সময়ের ৪৮ ঘণ্টা বাকি থাকতেই টুইটার সদর দপ্তরে পা দিয়েছেন নয়া ‘চিফ টুইট’; সঙ্গে নিয়ে এসেছেন একটি সিঙ্ক!
সিঙ্ক হাতে টুইটারের কার্যালয়ে প্রবেশের একটি ভিডিও মাস্ক নিজেই টুইট করেছেন।ক্যাপশনে লিখেছেন, ‘এন্টারিং টুইটার এইচকিউ – লেট দ্যাট সিঙ্ক ইন’। টুইটারে তিনি নিজের পরিচয় দিচ্ছেন ‘চিফ টুইট’ বলে।
মাস্ক আদৌ আদালতের বেঁধে দেওয়া সময়ে মধ্যে মালিকানা হাতবদলের আনুষ্ঠানিকতা সারবেন কি না, সেই সংশয় অনেকটাই দূর হয়েছে টেসলার ‘টেকনোকিং’ এর ওই পোস্টে।
প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, কোম্পানির সবচেয়ে বড় শেয়ার মালিক হিসেবে ইলন মাস্ক শুক্রবারেই হয়ত কর্মীদের উদ্দেশে আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারেন।