মিয়ানমার সংঘাত নিয়ে আসিয়ানের উদ্বেগ প্রকাশ

প্রথম আলো প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২, ২০:১২

মিয়ানমারে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান। একই সঙ্গে সংঘাত বন্ধ করে দ্রুত গোলাগুলি বন্ধের আহ্বান জানিয়েছে আঞ্চলিক জোটটি। আজ বুধবার আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা এক ভার্চ্যুয়ালি সম্মেলনে মিলিত হন। এ সময় এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। ভার্চ্যুয়ালি শুরু হওয়া শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করে কম্বোডিয়া।


গত বছরের ফেব্রুয়ারি মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চিকে সরিয়ে দিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে জান্তা। এর প্রতিবাদ করায় থেকে দেশজুড়ে সহিংসতা চলছে। হাজার হাজার মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।


সেনাবাহিনীর হাতে প্রাণ হারিয়েছে জান্তাবিরোধী নানা বয়সী অসংখ্য মানুষ। এর মধ্যে গত রোববার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে দেশটির কাচিন রাজ্যে একটি কনসার্টে যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। হামলায় অন্তত ৫০ জন নিহত হয়, আহত হয়েছে অন্তত ১০০ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us