হয়তো কোনো ডিভাইস থেকে ফেসবুক লগইন করে লগআউট করতে ভুলে গেছেন। এখন ওই ডিভাইস থেকে হয়তো অন্য কেউ আপনার ফেসবুকে ঢুকতে পারে। কিন্তু ওই ডিভাইসে গিয়ে তাৎক্ষণিক আপনার পক্ষে লগআউট করা সম্ভব নয়। এ ধরনের সমস্যায় পড়লে অন্য যে কোনো ডিভাইস থেকে ওই ডিভাইসে লগইন থাকা ফেসবুক লগআউট করা যায়।
এজন্য যে কোনো ডিভাইস থেকে ফেসবুক লগইন করুন। এবার ফেসবুকের মেনু থেকে সেটিংস অপশনে যান। সেখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করুন। এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। এর মধ্যে 'হয়্যার ইউ আর লগড ইন' অপশন পাবেন। এই অপশনটির পাশে থাকা এডিট বাটনে ক্লিক করুন। এখান থেকে আপনার ফেসবুক যত ডিভাইসে লগইন করা যায় তার বৃত্তান্ত পাবেন। এর মধ্যে থাকবে ফেসবুক ব্যবহারের সময়, স্থান ও ডিভাইসের ধরন প্রভৃতি। লগইন থাকা ডিভাইসের নামের পাশে 'এন্ড অ্যাক্টিভিটি' বাটন পাবেন। এখন যে ডিভাইস থেকে লগআউট করতে চান তার পাশে থাকা 'এন্ড অ্যাক্টিভিটি' বাটনটি চাপুন। এভাবে সহজেই দূর থেকে ফেসবুক লগআউট করা যায়।