You have reached your daily news limit

Please log in to continue


আকাশের ছবি তুলবে বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরা

পৃথিবী থেকে দেখা আকাশের একাংশের মানচিত্র আঁকার প্রস্তুতি নিচ্ছে এলএসএসটি ক্যামেরা; ২০২৩ সালে থেকে টানা এক দশকের জন্য মানচিত্র আঁকার কাজ শুরু করবে টেলিস্কোপটি।

চিলিতে নির্মাণাধীন ‘ভেরা সি. রুবিন অবজার্ভেটরি’ থেকে টেলিস্কোপটি এক হাজার সাতশ কোটি নতুন নক্ষত্র আবিষ্কারে ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা; এ ছাড়াও পৃথিবীর সৌরজগতেই আরও ৬০ লাখ নতুন মহাজাগতিক বস্তুর সন্ধান পাওয়ার আশা করছেন তারা।

টানা সাত বছর সময় নিয়ে ‘লেগেসি সার্ভে অফ স্পেস অ্যান্ড টাইম’ বা এলএসএসটি ক্যামেরা বানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ‘এসএলএসি ন্যাশনাল অ্যাক্সেলেরেটর ল্যাবরেটরির’ গবেষকরা।

আকারে ছোট-খাটো একটা গাড়ির সমান এবং ওজনে প্রায় তিন টন এ ক্যামেরাটি। ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে’ও জায়গা করে নিয়েছে এর পাঁচ ফিটের বেশি চওড়া লেন্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন