মানুষ ভুল করেই শেখে। তবে ভুল খুব বড় হয়ে গেলে জীবন শেষ। যদি সেই ভুল হয় জীবনসঙ্গী নির্বাচনে। মানুষ মাত্রই সমস্যা থাকবে জীবনে।এটাই তো মানবজীবন। তবে জীবনসঙ্গী নির্বাচনে ভুল যদি হয়েই যায়, সেই ক্ষেত্রে প্রতিটি নারীকে নিজের মতো করে তৈরি থাকতে হবে। তবে শুরুতেই কয়েকটি ভুল এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।
১. চেহারার প্রতি জোর
আসলে চেহারা মাথায় আপনাকে রাখতে হবে। তবে সেটা প্রধান বিষয় নয়। মানুষটির চেহারা যেমন জরুরি, তেমনই তার সম্পর্কে আরো কিছু বিষয় জেনে নিতে হয়। গভীরে না জানলে বিপদে পড়বেন।
২. তাড়াহুড়ো করা
জীবনসঙ্গী নির্বাচনে তাড়াহুড়ো করতে নেই। সে ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয়ে যেতে পারে জীবনে। এই বিষয়টি মাথায় রাখা হলো খুবই জরুরি। তবেই আপনি ভালো থাকতে পারবেন। যে সিদ্ধান্তটা নেবেন সেটা ভালো হবে।
৩. খোঁজ না নেওয়া
মানুষটি সম্পর্কে খোঁজ নিন। কারণ জীবনসঙ্গী নির্বাচনে সতর্ক হতে হবে। তবে অনেক সময়ই দেখা যায় এসব দিকে নজর দিচ্ছেন না।