ফুল টানছে না মানুষকে কেনাবেচায় নেমেছে ধস

আজকের পত্রিকা প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ১৩:৪৪

রংপুরে ফুলের ব্যবসায় ধস নেমেছে। সারা দিনেও ব্যবসায়ীরা ৮০০-৯০০ টাকার ফুল বিক্রি করতে পারছেন না। এতে খরচ না ওঠায় ফুল ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকে।


গতকাল রোববার জেলা শহরের পুলিশ লাইন ফুল মার্কেটে গিয়ে দেখা গেছে, থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল। বিক্রেতারা কয়েক মিনিট পরপর ফুলগুলোয় পানি ছিটাচ্ছেন। আটটি দোকান ঘুরে একটিতেও ক্রেতার দেখা মেলেনি। এ সময় কথা হয় রংগন ফুল দোকানের মালিক শহিদুল ইসলামের সঙ্গে। তিনি জানান, তিন বছর আগেও যেখানে ব্যবসা ছিল জমজমাট, সেখানে করোনা শুরু হওয়ার পর থেকে ব্যবসায় ধস নেমেছে। তাঁর দোকানে তিনজন কর্মচারী ছিল। আগে দৈনিক ৫ হাজার টাকার ফুল বিক্রি করলেও এখন সারা দিনেও ১ হাজার টাকার ফুল বিক্রি করতে পারেন না। এ জন্য তিনি ও একজন কর্মচারী দিয়ে ব্যবসা চালাচ্ছেন।


ফুলসজ্জা বিতানের মালিক শাহিন মাহামুদ বলেন, ‘অর্থনৈতিক মন্দার কারণে মানুষ এখন ইচ্ছে থাকলেও ফুল কেনে না, তা ছাড়া ফুলের দামও বেড়েছে। ফুল কেনার টাকা বাঁচিয়ে মানুষ সংসারের টুকিটাকি কাজে লাগাচ্ছে। আয় নেই, ভালোবেসে এই ব্যবসা ধরে রেখেছি।’


আব্দুর রাজ্জাক নামের এক ব্যবসায়ী সম্প্রতি ফুলের ব্যবসা ছেড়েছেন। তিনি পুলিশ লাইন ফুল মার্কেটে ব্যবসা করতেন। করোনা ও ক্রেতা-সংকটের কারণে এই ব্যবসা ছাড়েন। তিনি বলেন, ‘বিক্রি না হওয়ায় বেশির ভাগ সময় ফুল পচে যায়। লোকসান হতে থাকায় আমি ফুলের ব্যবসা ছেড়ে দিই।’


পুলিশ লাইন ফুল মার্কেটে ফুল কিনতে আসা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মহসিন মিয়া বলেন, ‘বাড়ি ফেরার সময় প্রতিদিনই সহধর্মিণীর জন্য পছন্দের ফুল কিনতাম। সে খুব খুশি হতো। এখন ফুলের দাম বেড়েছে, সংসার খরচ বেড়েছে। তাই আর নিয়মিত ফুল কেনা হয় না। আজ মান ভাঙাতে তাঁর পছন্দের ফুল কিনতে এসেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us