নির্বাচনে হেরে টাকা ফেরত চান আ. লীগ নেতা

ডেইলি স্টার প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ১২:৩৫

জামালপুরে জেলা পরিষদ নির্বাচনে হেরে ভোট কেনার জন্য ভোটারদের দেওয়া টাকা ফেরত চাচ্ছেন ইলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুর রাজ্জাক সরদার।


আব্দুর রাজ্জাক সরদার জেলা পরিষদ নির্বাচনে ইসলামপুর উপজেলা (৩ নম্বর ওয়ার্ড) থেকে সদস্য প্রার্থী ছিলেন। এর আগে ২০২১ সালে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় পদ হারান তিনি।


গত ১৭ অক্টোবর আব্দুর রাজ্জাক সরদার জেলা পরিষদ নির্বাচনে টিউবওয়েল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ১৭১ ভোটের মধ্যে ৪৮ ভোট পান।


আব্দুর রাজ্জাক সরদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'জেলা পরিষদ নির্বাচনে জেতার জন্য ২৭১ সদস্যের মধ্যে ৯৮ জনকে ৩০ হাজার এবং কাউকে ৫০ হাজার টাকা করে দিতে হয়েছে। কিন্তু জয় পাইনি। তাই টাকা ফেরত চাচ্ছি। নির্বাচনে আমার সব মিলিয়ে ৪০ লাখ টাকা খরচ হয়েছে।'


স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক চরগোয়ালিনী ও চরপুটিমারী ইউনিয়নের ভোটারদের সঙ্গে বৈঠক করে তাদের কাছে টাকা ফেরত চেয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us