অপ্টিক্যাল ইলিউশন, এমন একটি জিনিস যা চোখে ধাঁধা ধরিয়ে দেয়। ফলে চোখের সামনে থাকা জিনিসও চট করে খুঁজে নিতে পারে না মানুষ। আর, এই ধরণের ধাঁধার উত্তর খুঁজে বার করা আপনার মস্তিস্কের জন্য খুবই চ্যালেঞ্জিং হতে পারে। তবে, শুধুমাত্র চ্যালেঞ্জিং নয়, আপনার মস্তিস্কের কাজ করার ক্ষমতাও বেশ কিছুটা বৃদ্ধি হয় এই ধরণের ধাঁধার মাধ্যমে। তাই চলুন আজ এমনই একটি অপ্টিক্যাল ইলিউশনের সমাধান করি।
নিচের ছবিটির দিকে দেখুন। এটি একটি বিয়েবাড়ির দৃশ্য। তবে, নিজেদের বিয়েতে খুশি থাকার বদলে, মুখ গোমড়া করে রয়ছেন বর ও কনে। কারণ, হারিয়ে গিয়েছে বিয়ের আংটি। আর এই পরিস্থিতিতে বেজায় বিপাকে পড়েছেন এই বিয়ের অনুষ্ঠানের বেস্ট ম্যান। কারণ তাঁর কাছেই ছিল আংটিটি। তাই, আপনার দৃষ্টিশক্তি ও মস্তিকের ক্ষমতা প্রখর কিনা সে বিষয়ে নিশ্চিত হতে চট করে খুঁজে ফেলুন এই আংটিটি। শুধুমাত্র তীক্ষ্ণ নজর যুক্ত ব্যক্তিরাই খুঁজে বার করতে পারবেন এই আংটিটি। আর এই কাজটি করার জন্য মাত্র ৯ সেকেন্ড সময় পাবেন আপনি।