You have reached your daily news limit

Please log in to continue


প্রতিবেশী জনগোষ্ঠীর সঙ্গে ইউক্রেন কেন দ্বন্দ্বে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই প্যারিসে নির্বাসিত হওয়া পোলিশ বুদ্ধিজীবী জার্জি গিয়েড্রয়েক (তিনি ছিলেন মূলত লিথুয়ানিয়ান বংশোদ্ভূত, জন্মেছিলেন মিনস্কে) একটি কথা চালু করেছিলেন। তাঁর সেই কথাটিকে পূর্বাঞ্চলীয় প্রতিবেশীদের বিষয়ে পোল্যান্ডের অনুসৃত নীতিকে সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয়ে থাকে। কথাটি হলো: ‘স্বাধীন বেলারুশ, স্বাধীন লিথুয়ানিয়া ও স্বাধীন ইউক্রেন ছাড়া স্বাধীন পোল্যান্ড বলে কিছু থাকতে পারে না।’

সমাজতন্ত্রের পতনের পর থেকে ওয়ারশ এটিকে কূটনৈতিক মূলমন্ত্র হিসেবে নিয়েছে। ইউক্রেনের যে দেশপ্রেমিক নাগরিকেরা দেশটির বর্তমান নীতিগুলোকে অনুপ্রাণিত করেছিলেন, তাঁরাও একইভাবে এটি মনে করে থাকেন। এটি সবাই বুঝতে পারছে, রাশিয়ার দখল করে নেওয়া ভূমির সবটাও যদি ইউক্রেন পুনরুদ্ধার করে, তাহলেও প্রতিবেশী বেলারুশে স্বৈরাচার আলেক্সান্দর লুকাশেঙ্কো যত দিন তাঁর অপশাসন চালাবেন, তত দিন পোলিশ ও ইউক্রেনীয় নাগরিকেরা প্রকৃত সুরক্ষার স্বাদ উপলব্ধি করতে পারবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন