দু’দিকে দুই সন্তানকে একই সঙ্গে স্তন্যদান, চিন্ময়ী শ্রীপাদের ‘সাহসী’ ছবিতে ঢালাও শুভেচ্ছা অনুরাগীদের

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ১৮:২০

তামিল চলচ্চিত্র জগতে পরিচিত নাম চিন্ময়ী শ্রীপাদ। একাধিক গানে অনুরাগীদের মাতিয়ে তুলেছেন জনপ্রিয় এই দক্ষিণী তারকা। সম্প্রতি যমজ সন্তানের মা হয়েছেন চিন্ময়ী। নাম রেখেছেন, শ্রভাস ও দৃপ্ত। এ বার দুই সন্তানকে একই সঙ্গে স্তন্যদান করার ছবি সমাজমাধ্যমে প্রকাশ করলেন তারকা।


নিজের ইনস্টাগ্রামে দেওয়া সেই ছবিতে হলুদ একটি পোশাক পরে আছেন চিন্ময়ী। মাথা নিচু করে সস্নেহে তাকিয়ে রয়েছেন দুই সন্তানের দিকে। কোলের উপর একটি বালিশে শায়িত দুই সন্তান পান করছে মাতৃসুধা। প্রকাশের সঙ্গে সঙ্গেই শুভেচ্ছাবার্তার ঢল নেমেছে। নেটাগরিকদের একাংশের বক্তব্য, জনসমক্ষে স্তন্যদান নিয়ে এখনও সঙ্কোচ রয়েছে বহু মানুষের মনে। অনেকেই বিষয়টি মেনে নিতে পারেন না। তাই নিজের ছবি প্রকাশ করে মাতৃত্বের অধিকার নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন চিন্ময়ী।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us