You have reached your daily news limit

Please log in to continue


অকালে গর্ভপাতের হোমিওপ্যাথিক সমাধান

অপূর্ণ অবস্থায় ভ্রূণ বের হলে তাকে গর্ভপাত বলা হয়। গর্ভধারণের প্রথম, তৃতীয় বা পঞ্চম মাসে গর্ভপাত হওয়া সন্তান জন্ম দিতে না পারার একটি বড় কারণ। বিভিন্ন কারণে অকালে গর্ভপাতের ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে চলেছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা একজন নারীর জীবনে এক বা একাধিকবার ঘটতে পারে। অনেকের আবার একাধিকবার গর্ভপাতের পরে গর্ভধারণ হয় না বা বিলম্বিত হয়ে থাকে। এ ধরনের সমস্যার কারণে অনেক দম্পতি সন্তানের পিতা-মাতা হতে পারছেন না। হোমিওপ্যাথিক চিকিৎসায় এর সহজ সমাধান থাকলেও অভিজ্ঞ চিকিৎসকের অভাবে অনেকেই এর সঠিক চিকিৎসা পাচ্ছেন না।

গর্ভপাতের কারণ

  • নারীর প্রজননতন্ত্রে কোনো রোগব্যাধি, যেমন জরায়ুর দুর্বলতা, সিস্ট, টিউমার, সাদা স্রাব ইত্যাদি থাকলে গর্ভপাত হতে পারে।
  • রোগীর মায়ের এ ধরনের কোনো রোগের ইতিহাস থাকলে গর্ভপাত ঘটতে পারে।
  • কোনো নারীর স্বামীর নিজের বা পিতা-মাতার প্রজননতন্ত্রের কোনো রোগব্যাধি থাকলেও গর্ভপাত ঘটে।
  • স্বামী বা স্ত্রী যদি নিজেরা প্রজননতন্ত্রের কোনো রোগে আক্রান্ত হলেও গর্ভপাতের আশঙ্কা থাকে।
  • অতিরিক্ত ওজন এবং থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার কারণেও গর্ভপাত হতে পারে।
  • সর্বোপরি, অসুস্থ জরায়ুতে সুস্থ সন্তান জন্মলাভ করে না এবং অসুস্থ জরায়ু কখনো সন্তানকে পরিণত বয়স পর্যন্ত গর্ভে রাখতে পারে না। ফলে অকালে গর্ভপাত হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন