বিতর্কিত বাজেট নিয়ে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সমকাল প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২, ২১:০২

বিতর্কিত ‘মিনি-বাজেট’ নিয়ে ক্ষমা চেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, আমি দুঃখ প্রকাশ করছি। উচ্চ করের সমস্যা মোকাবিলা করে জ্বালানির দামে জনগণকে সহায়তা করতে চেয়েছি আমি। কিন্তু আমরা তাড়াহুড়ো করে ফেলেছি। 


সোমবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে দুঃখ প্রকাশ করে তিনি এ কথা বলেন। 


তিনি কি এখন কেবল নামেই প্রধানমন্ত্রী কিনা- এমন প্রশ্নের জবাবে ট্রাস বলেন, দিক বদলানো দরকার বুঝতে পেরেই তিনি হান্টকে নিয়োগ দিয়েছেন। তাঁর নীতির প্রভাব নিয়ে জানতে চাইলে টোরি এ প্রধানমন্ত্রী বলেন, তিনি বুঝতে পেরেছেন যে দেশজুড়ে পরিবারগুলোর জন্য এটা ‘খুবই কষ্টসাধ্য’ হতো, তবে তাদের সহায়তার জন্য যা করা দরকার তা তিনি করবেন।


দল ও দেশের নেতৃত্ব কাঁধে নিয়েছেন দেড় মাসও হয়নি। এর মধ্যেই ট্রাস দলীয় অনেক আইনপ্রণেতার অসন্তোষের মুখে পড়েছেন। চলতি সপ্তাহে তাঁরা তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন বলে খবরও বেরিয়েছে।


সোমবার ট্রাস বলেছেন, তিনিই আগামী নির্বাচনে কনজারভেটিভদের নেতৃত্ব দেবেন। আমি থাকছি, কেননা আমি দেশকে সেবা করতে নির্বাচিত হয়েছি। আর সেটা করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ বলেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us