ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্রি কুলেবা মঙ্গলবার বলেছেন, রাশিয়াকে অস্ত্র সরবরাহ করায় ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে প্রেসিডেন্ট জেলেনস্কির কাছে একটি প্রস্তাব পাঠাচ্ছেন তিনি। খবর রয়টার্সের।
কুলেবা একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ইউক্রেনে যে ধ্বংসজজ্ঞ চালানো হয়েছে তার জন্য ইরান পুরোপুরি দায়ী। তিনি আরও জানিয়েছেন, ইসরাইলের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে জরুরিভিত্তিতে চিঠি পাঠাবেন তিনি।
এর আগে সোমবার ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।
এদিন রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালায় রুশ সেনারা। বলা হয় ইরানের তৈরি শহিদ-১৩৬ ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে।