জেলা পরিষদের ভোট নিয়েও অস্থিরতা

প্রথম আলো প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ১২:২৭

দেশের ৫৭টি জেলা পরিষদে আজ সোমবার সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে ২৬টিতেই চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। বাকি চেয়ারম্যান ও সদস্য পদগুলোতে যাঁরা প্রার্থী, তাঁদের বড় অংশই ক্ষমতাসীন দলের নেতা বা সমর্থিত প্রার্থী।


ভোটাররা হলেন স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা। যাঁদের বড় অংশই আওয়ামী লীগের। এ রকম একটা ভোট নিয়েও উত্তেজনা, অস্থিরতা, বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের ওপর হামলা ও হুমকির খবর পাওয়া যাচ্ছে।


এরই মধ্যে অভিযোগ উঠেছে বরিশাল জেলা পরিষদের ৩২ জন ভোটারকে স্থানীয় একটি রেস্তোরাঁয় আলোচনার জন্য ডেকে মাইক্রোবাসে করে কুয়াকাটায় নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রোববার এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


দেশে দ্বিতীয়বারের মতো এই নির্বাচন হচ্ছে। এবার নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি হয়। কোনো কোনো এলাকায় সরকারদলীয় সংসদ সদস্যরাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটের মাঠে সক্রিয় হন বলে অভিযোগ ওঠে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
১ মাস, ২ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us