বিএনপি দেশের জন্য একটি বোঝা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এই দলটি বিজয়ের মাসকে কলঙ্কিত করতে চায়। তারা এখন সেই টার্গেট নিয়েছে। বিভিন্ন সময় হাক-ডাক দেয়।
আওয়ামী লীগকে দিনক্ষণ দিয়ে কোনো লাভ নেই উল্লেখ করে নানক বলেন, মনে নাই? আমরা জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে ছিলাম।
জনগণ আর আপনাদের ক্ষমতায় বসতে দেয়নি, দেবেও না। তাই একবার বলে রোজার ঈদের পরে, আরেকবার বলে কুরবানী ঈদের পরে, এখন আবার তারিখ দিয়েছে ডিসেম্বর মাস। এর মূল কারণ, বিজয়ের মাসকে কলঙ্কিত করার জন্যই তারা টার্গেট করেছে। কারণ এই মাস মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্ব করে। তারা আবার সেই পাকিস্তানি পরাজিত শক্তিকে প্রতিষ্ঠিত করতেই আবার বাংলার স্বাধীনতার বিজয়ের মাসকেই বেছে নিয়েছে। কিন্তু বাংলার মাটিতে তা আর হতে দেওয়া হবে না।
আজ শুক্রবার কক্সবাজার জেলা ছাত্রলীগ আয়োজিত সন্ত্রাস জঙ্গিবাদ ও মৌলবাদী বিরুদ্ধে ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।