‘বিক্ষোভের মূল হোতাদের’ কঠোর শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন ইরানের বিচার বিভাগের প্রধান। আজ বৃহস্পতিবার তিনি বলেন, তিনি সব বিচারককে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের ও প্ররোচরণাকারীদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। খবর রয়টার্সের।
ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহশেনি ইজেইয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যম আইএসএনএ-এর প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়। গোলাম হোসেইন মোহশেনি ইজেই বলেন, ‘আমি বিচারকদের এই বিক্ষোভে কম দোষী ব্যক্তিদের আলাদা করার সময় মূল হোতাদের প্রতি অপ্রয়োজনীয় সহানুভূতি এড়িয়ে এবং তাদের কঠোর সাজা দেওয়ার নির্দেশ দিয়েছি।’