পুরো ত্রিদেশীয় সিরিজে আজই সবচেয়ে ভালো খেলেছে বাংলাদেশ। ব্যাটিংটা মোটামুটি মানোত্তীর্ণ ছিল। মোহাম্মদ সাইফউদ্দিনকে বাদ দিলে বোলিংও ছিল দারুণ নিয়ন্ত্রিত। ফলে পাকিস্তানকে হারিয়ে দেওয়ার খুব কাছে চলে এসেছিল টাইগাররা।
কিন্তু শেষ রক্ষা হয়নি। ক্রাইস্টচার্চে দারুণ লড়াইয়ের পরও পাকিস্তানের কাছে শেষ ওভারে হেরে গেছে সাকিব আল হাসানের দল। পাকিস্তান জিতেছে ৭ উইকেট আর ১ বল হাতে রেখে।
অথচ ফলটা অন্যরকম হতে পারতো। যদি বাংলাদেশ ছোট ছোট ভুল না করতো। আলাদা করে বলতে হয় মোহাম্মদ সাইফউদ্দিনের কথা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ড্রপ, লাগামহীন বোলিং-সবমিলিয়ে বাংলাদেশের হারে ‘খলনায়ক’ এই অলরাউন্ডার।
বাংলাদেশের পুঁজি ছিল ১৭৩ রানের। দারুণ ব্যাটিংয়ে জোড়া ফিফটি হাঁকান লিটন দাস আর সাকিব আল হাসান। তারা যেভাবে ব্যাট করছিলেন, তাতে স্কোরটা ১৯০ এর আশেপাশে থাকার সম্ভাবনা ছিল।