ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় দুই নারীকে নরবলি দিয়ে হত্যার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) এক মাসের ব্যবধানে খুন হওয়া ওই দুই নারীর দেহাবশেষেরও সন্ধান মেলে।
পুলিশ জানায়, অভিযুক্তদের মধ্যে এক দম্পতিসহ আরেক ব্যক্তিও রয়েছে, নরবলি দেওয়ার আগে তারা ভিকটিমদের ওপর পাশবিক নির্যাতন করেছে। গ্রেপ্তারকৃতরা অভিযোগ স্বীকার করেছে এবং এনিয়ে আরও তদন্ত চলছে।
ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক প্রতিবেদনে বলা হয়, কেরলের এর্নাকুলামের বাসিন্দা, দুই নারী রোজেলিন ও পদ্মাকে বেশ কয়েকমাস ধরেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা রাস্তার ধারে স্টল দিয়ে লটারির টিকিট বিক্রি করতেন। গত জুন মাসে আচমকাই নিখোঁজ হয়ে যান রোজেলিন। সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন পদ্মাও। তল্লাশি করতে গিয়ে শেষমেশ বেরিয়ে আসে এক ভয়ংকর তথ্য। জানা যায়, দুই মহিলাই নরবলির শিকার হয়েছেন।