‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে হারের হ্যাটট্রিক করে ফেলেছে বাংলাদেশ দল। স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে দুইবার ও পাকিস্তানের কাছে একবার হেরেছে টাইগাররা। ফলে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। নিয়মরক্ষার ম্যাচে আগামীকাল পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হবে।
সেই ম্যাচেও জয়ের জন্যই খেলবেন সাকিব আল হাসানরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের সর্বশেষ তিন ম্যাচেই আমরা কয়েক ওভার পর পর উইকেট হারিয়েছি। ফলে কোনো মোমেন্টাম পায়নি। ইনিংস মেরামত করতে বাধ্য হয়েছে আমাদের ব্যাটাররা। কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। ’
বিশ্বকাপের জন্য ব্যাটিং অর্ডার নির্ধারণ করা সম্পর্কে সাকিব বলেন, ‘এটা সত্য যে, আমাদের হাতে অপশন কম। আমরা জানি বিশ্বকাপে দল কেমন হবে। সবাইকে অন্তত একটি করে ম্যাচে সুযোগ দিয়েছি যাতে আমরা বুঝতে পারি যে বিশ্বকাপে দলের কম্বিনেশন কেমন হবে। ’