৬৪ মেগাপিক্সেলের OPPO F21s Pro তে ৫ মিনিটে ২.৬৮ ঘণ্টার চার্জার ব্যাকআপ

টেকট্রেন্ড বিডি প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ১৬:৫২

৫ মিনিট চার্জ দিয়ে আড়াই ঘণ্টার বেশি কথা বলা যাবে দেশের বাজারে এমন স্মার্টফোন উন্মোচন করেছে অপো। ৬৪ মেগাপিক্সেল যুক্ত নতুন এই স্মার্টফোনটির মডেল অপো এফ২১এস (OPPO F21s Pro)।


২৯,৯০০ টাকা বাজারমূল্যের ডিভাইসটির প্রি-অর্ডার গত ৫ অক্টোবর শুরু হয়েছে।


যা রয়েছে OPPO F21s Pro তে
>অপো এস২১এস প্রো’তে রয়েছে অ্যান্টি-গ্লেয়ার গ্লাস


>গ্ল্যামারের জন্য অপো গ্লো ডিজাইন


>লাখ লাখ ন্যানোস্কেল ডায়মন্ড (যা ডিভাইসটির পেছনে তারার মতো ঔজ্জ্বল্য তৈরি করে)


>অ্যান্টি করোশন গ্লাস, যা স্টাইল নিশ্চিত করার পাশাপাশি স্ক্র্যাচ পড়া থেকে ডিভাইসকে সুরক্ষিত রাখবে।


>অপো গ্লো প্রসেসিং ব্যবহারকারীদের নানা সুবিধা দিবে; যার মধ্যে রয়েছে ইউনিক সিএমএফ (রং, ম্যাটেরিয়াল ও ফিনিশ), এর ফলে ডিভাইসটি দেখতে গ্লসি হলেও, এটি ধরার ক্ষেত্রে পাওয়া যাবে ম্যাট সারফেসের অনুভূতি।


OPPO F21s Pro এর ক্যামেরা


অপো এফ২১এস (OPPO F21s Pro) প্রোতে রয়েছে মাইক্রোলেন্স সহ ৬৪ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেট আপ, যা দিবে ৩০ গুন ম্যাগনিফিকেশন সুবিধা।


এর ফলে, ব্যবহারকারীরা দূরত্ব নির্বিশেষে ছবির ডিটেইল সঠিকভাবে ক্যাপচার করতে পারবেন।


ফোনটির সামনের ক্যামেরায় রয়েছে অপো এফ২১ প্রো’র শক্তিশালী সনি আইএমএক্স৭০৯ ফ্ল্যাগশিপ সেন্সর; এর ফলে ডিভাইসের সামনে ৩২ মেগা পিক্সেলের ক্যামেরা দিয়ে আল্ট্রা-সেন্সিং সেলফি তোলা যাবে। পাশাপাশি, স্মার্ট ডিভাইসটির ক্যামেরায় রয়েছে স্পেশালিস্ট ডেপথ ক্যামেরা, যা নিশ্চিত করবে ছবি তোলার অনন্য অভিজ্ঞতা।


ফোনটির রিয়ার ক্যামেরার চারদিকে ব্রিদিং অরবিট লাইট ডিজাইনের বর্ডার কল বা মেসেজ আসলে জ্বলজ্বল করবে।


OPPO F21s Pro এর ব্যাটারি


ডিভাইসটির শক্তিশালী ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করবে। এতে রয়েছে ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং সুবিধা, যে কারণে দ্রুত চার্জ হবে। ব্যবহারকারীরা মাত্র ৫ মিনিটের চার্জে ২.৬৮ ঘণ্টা কথা বলতে পারবেন।


অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা ফ্যাশন সচেতন। তাই, স্বাভাবিকভাবেই অপো এমন কিছু নিয়ে আসতে চাইছিলো, যা শুধুমাত্র ব্যবহারকারীদের অভিজ্ঞতাকেই সমৃদ্ধ করবে না, পাশাপাশি তাদের স্টাইলের প্রকাশেও ভূমিকা রাখবে। নতুন এস#৭৫ কালার ব্যবহারকারীদের নতুন কিছু করতে উৎসাহিত করবে। সামনের দিনগুলোতেও ও ফ্যানদের জন্য অপো অর্থবহ ও উদ্ভাবনী পণ্য ও সেবা নিয়ে আসবে যেনো তারা সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত বোধ করেন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us